স্টাফ রিপোর্টার : ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ইমরান-এর আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের দুবাচাইলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার দুবাচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রতনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জহির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী আজম জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাদির (মাখন), মো. আবুল হোসেন, হাজী মো. গিয়াস উদ্দিন, হাজী মো.খালেক মিয়া, মো. সফি কামাল আরিফ, মো. দবির উদ্দিন, মো. খায়ের উদ্দিন পেশকার, মো. নিজাম উদ্দিন পেশকার, আব্দুল খালেক ভান্ডারী, হাজী মো. হেলাল উদ্দিন, মো. কামাল উদ্দিন প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন “আল ইমরান শুধু একজন ছাত্রনেতা নন, তিনি গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর ওপর যে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে, তা সম্পূর্ণ পরিকল্পিত। এই হামলা কোনো একক ব্যক্তির ওপর নয়, এটি আমাদের রাজনৈতিক আন্দোলনের ওপর একটি হামলা। আমরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একইসঙ্গে ইমরানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশব্যাপী এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”