নিপুন জাকারিয়া
আওয়ামী লীগ সরকার পতনের পর, নতুন প্রশাসন সাজাপ্রাপ্ত ও ঝুলে থাকা বিভিন্ন মামলা গুরুত্ব সহকারে দেখছে। তারই ধারাবাহিকতায় জামালপুর সদর থানা পুলিশ, বিশেষ অভিযান চালিয়ে, স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেডের মালিক একেএম শফিকুল ইসলাম জুলহাসকে গ্রেফতার করেছে।
যানা যায়- একেএম শফিকুল ইসলাম জুলহাসকে ২৭ অক্টোবর রোববার ব্যাংকের বিশেষ বাহিনী ও বকশীগঞ্জ থানার সহায়তায় পুলিশ তাকে বজ্রপুরের অফিস থেকে গ্রেফতার করে। তার স্বত্বাধিকারী স্কার্ফ এগ্রো প্রাইভেট লিমিটেডের নামে পদ্মা ব্যাংক বকশীগঞ্জ শাখা থেকে
২০ কোটি টাকা ঋণ গ্রহণ করেন তিনি। যে ঋণ খেলাপির দায়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমান পদ্মা ব্যাংক পিএলসির হিসাবে তার কাছে পাওনা ২৩ কোটি ২৩ লক্ষ টাকা। এর আগে ২০২৩ সালের ৮ই অক্টোবর জামালপুরের দায়রা যুগ্ম জজ ও অর্থ ঋণ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তিনি এক বছরের বেশি সময় ধরে গ্রেফতার এড়িয়ে চলছিল। আরো জানা যায়, তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের এক সময় দাপটে স্বরাষ্ট্রমন্ত্রী খ্যাত ও জামালপুরের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সর্ব মহলে পরিচিত মরহুম এ কে এম জহুরুল ইসলাম মনসুরের ভাই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক