ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার হল রুমে বুধবার দুপুর ২.৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌর শাখার সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে, মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দ।
দেশ ও জাতির কল্যাণে আদর্শবান ও দক্ষ কর্মী তৈরি করা জামায়াতের অন্যতম লক্ষ্য। সুসংগঠিত, সুশৃঙ্খল ও নীতি-আদর্শবান কর্মী গড়ে তোলার মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বর্তমান সমাজে অন্যায়-অবিচার, দুর্নীতি ও অপশক্তির প্রভাব প্রতিহত করতে হলে আদর্শিক ভিত্তি মজবুত করতে হবে। নৈতিকতা, দেশপ্রেম ও আল্লাহভীরুতা ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। তাই আমাদের প্রত্যেককে ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে।
বক্তারা সংগঠনের আদর্শ ও কর্মপন্থা তুলে ধরেন এবং সকলকে ইসলামী মূল্যবোধ ও ন্যায়পরায়ণতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
একজন বক্তা বলেন,
একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হলে কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এই কর্মী টিএস-এর মূল লক্ষ্য ছিল সংগঠনের আদর্শ ও কর্মপদ্ধতি সম্পর্কে কর্মীদের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করা।
বক্তারা বলেন,
একজন আদর্শ কর্মী কেবল নিজের জন্যই নয়, বরং সমাজ ও দেশের জন্যও উপকারী হতে পারে। সমাজ পরিবর্তনের জন্য আদর্শবান কর্মী তৈরি করতে হবে।
<span;>বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা পৌর শাখার উদ্যোগে এক কর্মী ট্রেনিং সেশন (টিএস) অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে কসবার আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/রোকন/সোহাইল