সোহাইল আহমেদ || ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৎস্য অফিস কর্তৃক মাওলাগঞ্জ বাজার এলাকায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী একটি অভিযান পরিচালিত হয়।
রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার। অভিযানে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্য।
অভিযানে ৫২টি ম্যাজিক জাল ও আনুমানিক ২৩,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার বলেন,”অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জাল দিয়ে মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধন হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে কাজ করছি। সাধারণ জনগণ ও জেলেদের আরও সচেতন হতে হবে এবং আইন মেনে মৎস্য আহরণে অংশ নিতে হবে।”
তিনি আরও বলেন, অবৈধ জাল রোধে উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে।