ঢাকাSunday , 18 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে অভিযান: ৫২টি ম্যাজিক ও কারেন্ট জাল ধ্বংস

admin
May 18, 2025 8:51 am
Link Copied!

সোহাইল আহ‌মেদ || ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৎস্য অফিস কর্তৃক মাওলাগঞ্জ বাজার এলাকায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন-১৯৫০ অনুযায়ী একটি অভিযান পরিচালিত হয়।

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার। অভিযানে আরও উপ‌স্থিত ছি‌লেন বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্য।

অভিযানে ৫২টি ম্যাজিক জাল ও আনুমানিক ২৩,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার বলেন,”অবৈধ কারেন্ট জাল ও অন্যান্য নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এসব জাল দিয়ে মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধন হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর। আমরা নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে এ ধরনের অনৈতিক কার্যক্রম প্রতিরোধে কাজ করছি। সাধারণ জনগণ ও জেলেদের আরও সচেতন হতে হবে এবং আইন মেনে মৎস্য আহরণে অংশ নিতে হবে।”


তিনি আরও ব‌লেন, অবৈধ জাল রোধে উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।