সোহাইল আহমেদ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা কড়াইকান্দি ফেরিঘাটের স্থানীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ড. মো. সাইদুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি। আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমএ খালেক পিএসসি বলেন ঈদের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধ তুলে ধরেন। তাঁরা বলেন, ঈদ মুসলমানদের জন্য এক বিশেষ আনন্দের দিন, যা কেবল ব্যক্তিগত উৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করে। ঈদুল ফিতর ও ঈদুল আজহা—এই দুই উৎসব মুসলমানদের আত্মশুদ্ধি, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়।
ড. মো. সাইদুজ্জামান কামাল বলেন, ঈদ হলো পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অনন্য নিদর্শন। এই দিনে ধনী-গরিব, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে পরস্পরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের মূল শিক্ষা হলো সহানুভূতি, দানশীলতা ও পরোপকারিতা। তাই ঈদ শুধু আনন্দের নয়, এটি আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধেরও প্রতীক।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে একতা ও সংহতির বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। ঈদের এই পবিত্র উপলক্ষ আমাদের সেই শিক্ষা দেয় যে, আমরা যেন একে অপরের প্রতি সদয় হই, সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করি। ব্যক্তি, পরিবার ও সমাজের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ঈদের শিক্ষা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আসুন, ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য একযোগে কাজ করি।