ঢাকাFriday , 21 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহ‌ফিল

admin
March 21, 2025 12:41 pm
Link Copied!

সোহাইল আহ‌মেদ: ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার রাধানগর হা‌ফি‌জিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক এ একে এম ভি‌পি মুসার সঞ্চলনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবা‌ড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য বিএনপির এমপি প্রার্থী, কৃষকদ‌লের কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ।

এত‌ে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির কু‌মিল্লা বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক অধ‌্যক্ষ মো: সে‌লিম ভূঁইয়া।
বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পির আহ্বায়ক এ‌্যাড‌ভো‌কেট আব্দুল মান্নান, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা বিএন‌পির সদস‌্য স‌চিব আলহাজ্ব সির‌াজুল ইসল‌াম সিরাজ, হোমনা উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আলহাজ্ব মোহাম্মদ ম‌হিউদ্দিন, কু‌মিল্লা উত্তর জেলা বিএন‌পির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, ব্রাহ্মণবা‌ড়িয়া জেলা‌ বিএন‌পির সদস‌্য বেলাল উদ্দিন সরকার তু‌হিন।

আরও উপ‌স্থিত ছি‌লেন এইচ এস জেড শুকড়ী সে‌লিম, হারুন অর র‌শিদ (আকাশ) সাইদুর রহমান সাঈদ, গাজী বাদল, এসএম দে‌লোয়ার হো‌সেন, ম‌হিউদ্দিন আহ‌মেদ, আব্দুল খা‌লেক, হুমায়ন ক‌বির, মো: ফ‌রিদ মিয়‌া, আব্দুল কুদ্দুস, না‌হিদ সু‌লতানা, শার‌মিন সুলতান, মো: বিল্লাল হে‌া‌সেন, আব্দুল হা‌মিদ, আনোয়ার চৌধু‌রী,  লেয়াকত আলী ফ‌রিদ, মো: মুহ‌সিন, আবু‌ল হাইয়ূম, শাখাওয়‌াত হো‌সেন, আবু‌ল ক‌রিম, সে‌লিম আক্তার, ‌মো: জাহাঙ্গীর আলম, আব্দুল ম‌তিন, তাইবুর হাসান মাসুম, হারুন, আলমগীর, কামাল হো‌সেন, আব্দুল কা‌সেম, মো: আশিক, মো: আব্দুল হা‌লিম, মো: জয়দুল‌ হো‌সেন, মো: হা‌বিবুর রহমান, মো:জ‌সিম মিয়া, আল আমিন প্রমুখ।

ব্রাহ্মণবা‌ড়িয়া পোস্ট/সোহাইল আহ‌মেদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।