সোহাইল আহমেদ || ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে উপজেলা বিএনপি।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির ব্যানারে পৌর শহরের উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী।
এদিকে উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, “দীর্ঘদিন পর আমরা একটি নতুন বাংলাদেশে, নতুন পরিবেশে নববর্ষ উদযাপন করছি। আজকের এই নববর্ষে আমাদের প্রত্যাশা—দ্রুত একটি নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। এই বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—সেজন্য সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।”
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, সাধারণ সম্পাদক মো. ছালে মুছা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদ (আকাশ), স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, যুবদল নেতা আবু কালাম, ছাত্রদল নেতা লিটন সরকার, আশিকুর রহমান অন্তুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।