রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসে কোরআনের শিক্ষা অনুসারে জীবন গঠন করতে হবে এবং ইসলামী মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দেশনা অনুসরণ করা অপরিহার্য।
ইসলামি আন্দোলনের পথ কখনো মসৃণ ছিল না, এখনও নয়। কিন্তু সত্যের বিজয় অবধারিত। ইসলামের আলো নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র অতীতেও হয়েছিল, ভবিষ্যতেও হবে। কিন্তু যারা আল্লাহর পথে অবিচল, তারা কখনো দমে যাবে না।
বক্তারা আরও বলেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কেউ বাধা সৃষ্টি করতে পারবেনা, কোরআন প্রতিষ্ঠার এ আন্দোলন কিয়ামতে আগ পর্যন্ত চলবে। বাংলাদেশের মানুষ কতটা মুক্তি কামি তা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে প্রমাণ করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে জীবন দিয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে ছোট ছোট ছেলেরা জীবন বাজি রেখে ২৪ শে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে
দেশের নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছে।
ইসলামি শাসন প্রতিষ্ঠায় কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের হাত ও পা কেটে দেয়, চক্ষু উপড়ে ফেলে তারপরও অন্তর্দৃষ্টি দিয়ে অভিষ্ঠলক্ষে পৌঁছে যাব ইনশাল্লাহ।
সোমবার (২৪ মার্চ) বিকেল ৪টা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা জামায়েত ইসলামীর উজানচর শাখা কর্তৃক আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন। উজানচর শাখার সভাপতি মোহাম্মদ আলী লিটন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির মাওলানা কাজী আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও ড. রওশন আলম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মুফতি কামাল উদ্দিন ভূঁইয়া।বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: নাসির আহমেদ প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/সোহাইল আহমেদ