ঢাকাMonday , 19 May 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি ফয়সল খা‌নের জন্মদিন উদ্‌যাপন

admin
May 19, 2025 3:14 pm
Link Copied!

…………………………………….সোহাইল আহ‌মেদ

ব্রাহ্মণবা‌ড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক ফয়সল আহ‌মেদ খা‌নের ৫৫তম জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় উপ‌জেলা প‌রিষদ সংলগ্ন এসএস টাওয়া‌রে বাঞ্ছারামপুর প্রেসক্লা‌বের সদস‌্যরা উপস্থিত হয়ে তাকে জন্ম‌দি‌নের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. না‌সির আহ‌মেদ , সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী, সাংগঠ‌নিক সম্পাদক ফজ‌লে রা‌ব্বি রিফাত, দপ্তর ও আপ‌্যায়ন সম্পাদক সাদ্দাম হো‌সেন, সি‌নিয়র সাংবা‌দিক শা‌হীন আহ‌মেদ সাজু, সি‌নিয়র সাংবা‌দিক সুমন চক্রবর্তী, তথ‌্য ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক সোহাইল আহ‌মেদ প্রমুখ।

সভাপতি মোল্লা মো: নাসির আহমেদ ব‌লেন, আজকের এই বিশেষ দিনে আমাদের সহসভাপতি, গুণী সাংবাদিক ফয়সল আহমেদ খানের জন্মদিনে আমরা সবাই একত্রিত হয়ে শুভেচ্ছা জানাতে পেরে গর্বিত। তাঁর সাংবাদিকতা জীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি শুধু প্রেসক্লাব নয়, পুরো বাঞ্ছারামপুরের সাংবাদিক সমাজের জন্য একটি দৃষ্টান্ত। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সাধারণ সম্পাদক মো: শামীম শিবলী ব‌লেন, ফয়সল আহ‌মেদ খান ভাই শুধু আমাদের সহকর্মী নন, তিনি আমাদের অভিভাবকের মতো। তাঁর অভিজ্ঞতা ও সদাচরণ আমাদের কাজের পথকে সহজ করে তোলে। আজ তাঁর জন্মদিনে আমরা কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আশা করি, তাঁর মতো গুণী সাংবাদিক আরও বহু বছর আমাদের মাঝে থেকে সমাজের সত্য তুলে ধরবেন। প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।