সোহাইল আহমেদ || বিএনপিতে কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারাণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমরা এর প্রতিফলন চাই। আজ শনিবার (৫ এপ্রিল) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ও সদর ইউনিয়নের ধারিয়ারচরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে যেয়ে ৩টি পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেহেদী হাসান পলাশ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর ৪৩ বছর পরও তার বিরুদ্ধে কেউ অনিয়মের অভিযোগ তুলতে পারেনি। বাবার সেই আদর্শেই বিএনপির রাজনীতিতে হাল ধরেছেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান। আমরা সেই নেতার আদর্শের সৈনিক।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা বলেন,
গত ৫ আগস্ট পরিবর্তনের পর আমাদের কিছু নেতা অনিয়মে জড়িয়ে পড়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এখনো সময় আছে সতর্ক হয়ে যান।
এরই মধ্যে সন্ত্রাসী-চাঁদাবাজদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাদের মধ্যে অনেক বড় নেতাও রয়েছেন।
এছাড়াও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ এস.এইচ.জেড শুক্ড়ী সেলিম, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ মোহাম্মদ হারুনুর রশিদ (আকাশ), বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, উপজেলা ছাত্রদলের লিটন সরকার,বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদল নেতা আশিকুর রহমান অন্তু, শ্রমিক নেতা আক্কাস, কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন, সাবেক সদস্য সচিব রুবেল।
এছাড়াও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হুমায়ুন কবির, মানিকপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ফাইজুর রহমান, সভাপতি আনোয়ার চৌধুরী, যুবদলের আহ্বায়ক সদস্য সচিব মহিউদ্দিন, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির,বিএনপির যুব বিষয়ক সম্পাদক মনিরুল আলম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, আইয়ুবপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মজিবুর রহমান প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/সোহাইল আহমেদ