স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪ ইটভাটাকে অবৈধ ভাবে পরিচালনার করার অপরাধে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে কাগজপত্র না থাকায় ও পরিবেশের ক্ষতি করে ইটভাটা পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আক্তার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রাখিবুল হাসান এবং এ কার্যালয়ের উপপরিচালক মোঃ নয়ন মিয়া উপস্থিত থেকে উক্ত অভিযানটি সমন্বয় করেন।
পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় সূত্রে জানানো হয়, মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে ৪ টি ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদেরকে অবৈধ ইটভাটা বন্ধ করে পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/সোহাইল আহমেদ
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক