স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে জেলার ১০০টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ মে) সকাল ৮টা ৩০ মিনিটে জেলা শাখার নিজস্ব ভবন ভাদুঘর আল-হেরা কমপ্লেক্সে জেলা আমির মাওলানা মুহা. মোবারক হোসাইনের শুভেচ্ছ ক্তব্যের মাধ্যমে শিক্ষা শিবিরের প্রেগ্রাম অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
প্রধান অতিথি এটিএম মাসুম বলেন, প্রতিটি ইউনিয়ন সংগঠন কেন্দ্রীয় সংগঠনের সঙ্গে সেতুবন্ধনের মতো ভূমিকা পালন করে। পাশাপাশি তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/সোহাইল/রোকন উদ্দিন
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক