বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মোবারক হোসাইন আকন্দের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় আজ (১৬ মার্চ রবিবার) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে ৬১৫ জন সদস্য/রুকনদের অংশগ্রহণে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।
প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তার বক্তব্যে বলেন, "একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শুধু গতানুগতিক কাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে নারী ও পুরুষ নির্বিশেষে, ইসলামের সুশীতল ছায়ার অন্তর্ভুক্ত করতে হবে। ইসলামের আলোকে নৈতিকতাসম্পন্ন ও আদর্শবান সমাজ গঠনের জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজের নৈতিক অবক্ষয়ের ফলে মানুষের মাঝে হতাশা ও অস্থিরতা বাড়ছে। ইসলামই একমাত্র পথ, যা মানবজীবনের সব সংকটের সমাধান দিতে পারে। তাই রুকনদের উচিত নিজ নিজ অবস্থান থেকে ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সত্য প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা।
ব্রাহ্মণবাড়িয়া পোস্ট/রোকন/সোহাইল
সম্পাদক ও প্রকাশক: মোঃ রফিকুল ইসলাম লাভলু। উপদেষ্টা : প্রবাসী সুমন চন্দ্র। নির্বাহী সম্পাদক মোঃ তাজরুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান মানছুর। ঢাকা অফিস : আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০।
যোগাযোগের ঠিকানা:-পীরগাছা, রংপুর। বার্তা কার্যালয়ঃ পাইকগাছা, খুলনা। মোবাইল: ০১৭১৭-৪৬৫০১০ ( সম্পাদক), ০১৭২৮-১০৩৫০৭ (নির্বাহী সম্পাদক