সোহাইল আহমেদ || বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে বৃত্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তাদের ভবিষ্যত সাফল্যের পথ প্রশস্ত করে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল ) বাঞ্ছারামপুর সদরে মাওলাগঞ্জ বাজার অডিটরিয়ামে অনুষ্ঠিত সমিতির সাধারণ সম্পাদক মেজর এসএম সাইদুল ইসলাম পিএসসি (অব) ও এ্যাডভোকেট মীর হালিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সচিব মোহাম্মদ মোফাক্কের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কল্যাণ সমিতির প্রধান পৃষ্টপোষক এম এ খালেক পিএসসি। এ সময় বাঞ্ছারামপুর উপজেলার ৩৮টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির ৩ জন করে মেধাবী ৮১৬ জন শিক্ষার্থীকে ৮ লক্ষাধিক নগদ অর্থ প্রদান করা হয়।
এমএ খালেক পিএসসি বলেন “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। মেধাবৃত্তির মতো উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের স্বপ্নপূরণে সহায়ক হয়। বাঞ্ছারামপুরের মেধাবীরা একদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দেবে। তাদের জন্য আমরা এই ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত রাখব।”
সাবেক সচিব মোহাম্মদ মোফাক্কের বলেন “মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে এ ধরনের বৃত্তি কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এমন আয়োজন শুধু শিক্ষার্থীদের মনোবল বাড়ায় না, তাদের আগামী দিনের পথচলাকেও আরও সুগম করে। এই প্রজন্মই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাদের মেধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও আলোকিত বাংলাদেশ গড়তে সকলে মিলে এগিয়ে আসা উচিত।”
মেজর এসএম সাইদুল ইসলাম বলেন “শিক্ষার্থীদের মেধা ও স্বপ্নকে বিকশিত করতে বৃত্তির গুরুত্ব সত্যিই অপরিসীম। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং তাদের আত্মবিশ্বাস, স্বপ্ন ও সাফল্যের পথে এগিয়ে চলার প্রেরণা। এমন অনুপ্রেরণামূলক উদ্যোগ আগামী দিনের মেধাবী নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এই শিক্ষার্থীরাই একদিন দেশের গৌরবময় ভবিষ্যৎ নির্মাণ করবে।” এই ধরনের অনুপ্রেরণা তাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক ভূমিকা রাখবে। আমরা চাই, এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকুক।”
এছাড়াও মেধাবৃত্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,সহসভাপতি এ্যাডভোকেট রফিক শিকদার, এ্যাডভোকেট জিয়াউদ্দিন, সাবেক সচিব সফিকুল ইসলাম, কর্নেল মো. মনিরুল ইসলাম পিএসসি (অব.),উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম,
সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা মতিউর রহমান জালু, ভিপি মজিব, প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো: নাসির আহমেদ, প্রেসক্লাবের সহসভাপতি ও কল্যাণ সমিতির সহ-প্রচার সম্পাদক ফয়সল আহমেদ খান, কল্যাণ সমিতির প্রতিনধি মো. মোশারফ হোসেন রিপন প্রমুখ।