ঢাকাFriday , 18 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন

admin
April 18, 2025 5:14 pm
Link Copied!

তোফাজ্জল হক || বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ ২০২৫ উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বি‌কে‌লে সরাইল উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমির মাওলানা মোঃ মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক মনির আহমেদ, প্রচার সম্পাদক মোঃ রোকনউদ্দিন এবং জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সরাইল উপজেলা জামায়াতের আমির মাওলানা এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে জামায়াতে ইসলামীর দাওয়াতি লিফলেট বিতরণ করা হয়।

এ সময় দলীয় নেতৃবৃন্দ ইসলামের শান্তিপূর্ণ আদর্শ, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং দেশের কল্যাণে জামায়াতের ভূমিকা তুলে ধরে উপস্থিত মানুষদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা মোঃ মোবারক হোসাইন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। ইসলামী আদর্শে দেশ পরিচালনার লক্ষ্যে আরও সুসংগঠিত হয়ে এগিয়ে যেতে হবে। আপনারা জামায়াতে যোগদান করুন এবং ইসলামী আন্দোলনকে শক্তিশালী করুন।”

তিনি আরও বলেন, “এই দাওয়াতি পক্ষের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ইসলামের শান্তির বাণী পৌঁছে দেওয়া এবং দেশের উন্নয়ন ও কল্যাণে ইসলামী আন্দোলনের ধারা বেগবান করা।”

এ সময় স্থানীয় বাজারের দোকানদার, ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে দলীয় লিফলেট বিতরণ করা হয়।

ব্রাহ্মণবা‌ড়িয়া পোস্ট/সোহাইল/তোফাজ্জল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।