ঢাকাTuesday , 22 April 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

তামিমের ফাঁসির দাবিতে উত্তাল বাঞ্ছারামপুর

admin
April 22, 2025 8:33 am
Link Copied!

সোহাইল আহ‌মেদ ||ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের জয়নগর গ্রামে  ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের ৩নং ওয়ার্ডে।

ভুক্তভোগী শিশুটির মা- জানান,আমার মেয়ে গত(১৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলার সময় আমাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে আমার মেয়ের ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। পরে তামিমের বিল্ডিং এর চিপাগলিতে আমার মেয়ের চিৎকার শুনতে পাই, আমি আমার ভাই দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পরে তাকে উদ্ধার করে প্রথমে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী  বলেন, শিশুটির মা- বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ (মঙ্গলবার) সকাল দশটায় শিশুটির গ্রামের লোকজন,বিভিন্ন স্কুল/কলেজসহ সচেতন নগরিক সমাজ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।মানববন্ধনে বক্তার বলেন অবিলম্বে ধর্ষক তামিমকে গ্রেপ্তার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।নইলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।