ঢাকাMonday , 17 March 2025
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. ফটো গ্যালারি
  11. বিনোদন
  12. ভি‌ডিও
  13. ভিডিও গ্যালারি
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগরে ৪ টি ইটভাটা কে সতেরো লক্ষ টাকা জরিমানা

admin
March 17, 2025 5:41 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৪ ইটভাটাকে অবৈধ ভাবে পরিচালনার করার অপরাধে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে কাগজপত্র না থাকায় ও পরিবেশের ক্ষতি করে ইটভাটা পরিচালনার অভিযোগে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ফয়েজুন্নেছা আক্তার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রাখিবুল হাসান এবং এ কার্যালয়ের উপপরিচালক মোঃ নয়ন মিয়া উপস্থিত থেকে উক্ত অভিযানটি সমন্বয় করেন।

পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয় সূত্রে জানানো হয়, মোবাইল কোর্ট পরিচালনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) আইনে ৪ টি ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদেরকে অবৈধ ইটভাটা বন্ধ করে পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবা‌ড়িয়া পোস্ট/সোহাইল আহ‌মেদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।